হোটেলকক্ষে গোপন ক্যামেরা, ফোন দিয়েই শনাক্ত হবে

দেশ কিংবা বিদেশ; কোনো জায়গায় ভ্রমণে গেলে ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে হোটেলকক্ষে গোপন ক্যামেরা বসানোর মতো অভিযোগ উঠছে; যা ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। হোটেলকক্ষে গোপন ক্যামেরা বসিয়ে ব্যক্তিগত মুহূর্ত ধারণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তবে গোপন ক্যামেরা শনাক্ত করতে বিশেষ কোনো যন্ত্রপাতির প্রয়োজন নেই। স্মার্টফোনই হতে পারে একটি কার্যকর হাতিয়ার। ফ্ল্যাশলাইটের সাহায্যে লুকানো লেন্স শনাক্ত স্মার্টফোনের ফ্ল্যাশলাইটের সাহায্যে গোপন ক্যামেরার লেন্স খুঁজে পাওয়া সম্ভব। লুকানো ক্যামেরার লেন্স থেকে আলো প্রতিফলিত হয়। কক্ষের সব আলো বন্ধ করে স্মার্টফোনের ফ্ল্যাশলাইট চালু করতে হবে। এরপর এয়ার ভেন্ট, ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, ঘড়ি বা আয়নার মতো জায়গায় আলো ফেলতে হবে। আলোয় যদি ক্ষুদ্র কোনো প্রতিফলিত বস্তু বা লেন্সের মতো কিছু দেখা যায়, সেটি সন্দেহজনক হতে পারে। সেই বস্তুটি ভালোভাবে পরীক্ষা করতে হবে। ক্যামেরার মাধ্যমে ইনফ্রারেড আলো শনাক্ত গোপন ক্যামেরা থেকে নির্গত অতি লাল বা ইনফ্রারেড আলো খালি চোখে দেখা সম্ভব নয়। তবে স্মার্টফোনের ক্যামেরা দিয়ে তা শনাক্ত করা যায়। কক্ষের আলো নিভিয়ে স্মার্টফোনের ক্যামেরা চালু করতে হবে। ক্যামেরা দিয়ে সন্দেহজনক স্থানগুলো স্ক্যান করতে হবে। ক্যামেরার স্ক্রিনে যদি ক্ষুদ্র আলোকবিন্দু বা ঝলক দেখা যায়, সেটি ইনফ্রারেড আলোর উৎস হতে পারে। ইনফ্রারেড আলো শনাক্ত হলে সেটি গোপন ক্যামেরার উপস্থিতি নির্দেশ করে। ক্যামেরা শনাক্তকারী অ্যাপ ব্যবহার স্মার্টফোনের জন্য তৈরি বিশেষ অ্যাপ্লিকেশন ব্যবহার করে গোপন ক্যামেরা শনাক্ত করা সম্ভব। এই অ্যাপগুলো ইনফ্রারেড আলো, চৌম্বকক্ষেত্র এবং অস্বাভাবিক সংকেত শনাক্ত করতে পারে। নির্ভরযোগ্য একটি অ্যাপ ডাউনলোড করে সেটির মাধ্যমে রুমের সন্দেহজনক স্থান পরীক্ষা করতে হবে। ওয়াইফাই নেটওয়ার্কে সন্দেহজনক ডিভাইস শনাক্ত অনেক গোপন ক্যামেরা ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। স্মার্টফোন দিয়ে রুমের ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত যন্ত্র শনাক্ত করা সম্ভব। স্মার্টফোনের ওয়াই-ফাই সেটিংসে গিয়ে নেটওয়ার্কে যুক্ত যন্ত্রগুলোর তালিকা দেখতে হবে। তালিকায় যদি অপরিচিত বা সন্দেহজনক নামের ডিভাইস যেমন আইপি ক্যামেরা বা ক্যামেরা দেখা যায়, সেটি নিয়ে সতর্ক হতে হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া। আমারবাঙলা/এমআরইউ

from Amarbangla Feed https://ift.tt/VU9KSCA

Post a Comment

0 Comments