কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা ৫৩ মিনিটের দিকে অগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, কড়াইল বস্তিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বেলা ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে দুটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর কড়াইল বস্তিতে বছরে কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটে। এসব অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক। বস্তিবাসীদের অসাবধানতা এবং অনেকে শত্রুতাবশতভাবেও আগুন ধরিয়ে দেয় বলে জানায় স্থানীয়রা। সান নিউজ/এমআর

from Amarbangla Feed https://ift.tt/5CZ2rgp

Post a Comment

0 Comments