নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ানো হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। জুনে এর দাম ছিল ১ হাজার ৩৬৩ টাকা। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে নতুন এ দাম ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেন, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে টানা ৮ মাস বাড়ার পর গত এপ্রিল মাসে দাম কমেছিল এলপি গ্যাসের। সেই ধারাবাহিকতায় মে ও জুন মাসেও কমেছিল এলপিজির দাম। সান নিউজ/এমআর
from Amarbangla Feed https://ift.tt/eVWDTnZ
0 Comments