দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। শনিবার (১৭ নভেম্বর) রাতে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শনিবার রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেপ্তার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এ্যাটকোর সাধারণ সম্পাদক। সূত্র আরো জানায়, আরিফ হাসানের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাটি গত ১৯ জুলাই দায়ের করা হয়। রবিবার (১৭ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হবে। আমারবাঙলা/এমআরইউ

from Amarbangla Feed https://ift.tt/AXiS9V3

Post a Comment

0 Comments