নাইজেরিয়ায় ভয়াহব বিস্ফোরণ, নিহত ৯০

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে ৯০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও ৫০ জন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে। আমার বাঙলা/এমআর

from Amarbangla Feed https://ift.tt/Q0PhYDS

Post a Comment

0 Comments