আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। স্থানীয় সময় বুধবার এই ভূমিকম্পটি হয়। তবে এটির প্রভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানায়, ওরেগন অঙ্গরাজ্যে থেকে ২৭৯ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইনে ভূমিকম্পটি সংঘটিত হয়। যেটির মাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ০। ওরেগন অঙ্গরাজ্যের অসংখ্য মানুষ এই ভূমিকম্প টের পেয়েছেন। বিশেষ করে ব্যান্ডন শহরের বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন। ওয়াশিংটন রাজ্য জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে একটি পোস্ট করেছে। তারা জানায়, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ৬ মাত্রার একটি ভূমিকম্প হওয়া অবশ্যই ভয়ের বিষয়। কিন্তু বুধবারের ভূমিকম্পটি হয়েছে ব্লাঙ্কো ফ্রাকচার জোনে। যেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ক্যাসকাডিয়া সাবডাকশন জোন ৯৬৫ কিলোমিটার বিস্তৃত একটি ফল্ট। যা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত অবস্থিত। গত ৩০০ বছর ধরে সেখানে অব্যাহতভাবে টেকটোনিক চাপ তৈরি হচ্ছে। ভূমিকম্পবিদদের শঙ্কা এটি যে কোনো সময় ফেটে যেতে পারে। যার প্রভাবে বিশাল ভূমিকম্প এবং সুনামি হবে। আমার বাঙলা/এমআর
from Amarbangla Feed https://ift.tt/OcjLHgz
0 Comments