তুরস্কে সন্ত্রাসী হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানির সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) রাজধানী আঙ্কারায় এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যাটি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান রাশিয়ার কাজান শহরে একটি ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, এই ঘটনায় প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন। সংবাদমাধ্যম বিবিসি বলছে, যেখানে হামলা হয়েছে সেখানে বিস্ফোরণের পাশাপাশি ব্যাপক গোলাগুলির ঘটনাও ঘটেছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ফাইটার এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানায়, যে কোম্পানিটিতে হামলা হয়েছে এটি তুরস্কের সামরিক খাতে বড় অবদান রাখে। আমার বাঙলা/এমআর

from Amarbangla Feed https://ift.tt/ACLikXO

Post a Comment

0 Comments