আন্দোলনে নিহত পুলিশের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় নিহত পুলিশ সদস্যদের তালিকা পুনরায় প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (২৫ অক্টোবর) প্রকাশিত এই তালিকায় ৪৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, কিছু ব্যক্তি ছাড়াও নিউজ আউটলেট জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে মিথ্যা ও ভুল তথ্য ছড়াচ্ছে। তাই গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের প্রকৃত তালিকা প্রকাশ করা হলো। পুলিশ সদর দপ্তর আরও জানায়, প্রতিবাদ বা প্রতিহিংসার ঘটনায় যেসব অফিসার বা কনস্টেবল আহত বা নিহত হয় বাংলাদেশ পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে। তবে প্রকাশিত এই তালিকার বাইরেও যদি কেউ গণঅভ্যুত্থানে পুলিশ সদস্য নিহতের দাবি করেন, সে ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ সরবরাহের আহ্বান জানানো হচ্ছে। আমার বাঙলা/এমআর

from Amarbangla Feed https://ift.tt/R32xU7r

Post a Comment

0 Comments