জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোণের ঘটনায় ৪৮ জনের প্রাণহানি ঘটেছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, রোববার নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। জ্বালানির যে ট্রাকটি বিস্ফোরিত হয়েছে সেটির সঙ্গে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপরই এটিতে বোমার মতো বিস্ফোরণ ঘটে। নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি বলেছে, জ্বালানির ট্রাকের সঙ্গে অন্য যে ট্রাকের সংঘর্ষ ঘটে সেটিতে করে গবাদি পশু ও সাধারণ মানুষ পরিবহন করা হচ্ছিল। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়। জরুরি ব্যবস্থা এজেন্সির মুখপাত্র হুসেইনি ইব্রাহিম জানান, দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিরূপণে তখনো কাজ চলছিল বলে জানান তিনি। আমার বাঙলা/এমআর

from Amarbangla Feed https://ift.tt/kZSrOXK

Post a Comment

0 Comments