আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি সোনার খনিতে ভূমিধসের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে এখনো কয়েক ডজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় দুর্যোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। প্রাদেশিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব জানান, ভারী বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সুমাত্রা দ্বীপের একটি প্রত্যন্ত স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। তিনি বলেছেন, মূলত একটি সোনার খনিতে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন চাপা পড়েছেন। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ইলহাম ওয়াহাব আরও বলেন, ভূমিধসের ঘটনায় ৩ জন আহত হয়েছেন ও এখনো ২৫ জন নিখোঁজ রয়েছেন। খনিজ সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জটিজুড়ে লাইসেন্সবিহীন বহু খনি রয়েছে। সেখানের পরিত্যাক্ত সাইটগুলোতে স্থানীয়রা যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সোনার সন্ধান করে থাকে। ইলহাম খনিটি অবৈধ কিনা তা নিশ্চিত করতে পারেনি। তবে তিনি বলেছেন, নিখোঁজদের সন্ধানের প্রচেষ্টা চলমান থাকায় সাইটের সব কার্যক্রম বন্ধ করা হয়েছে। তিনি বলেন, দুর্গম অবস্থানের কারণে উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। কারণ পুলিশ, সেনা ও বেসামরিক ব্যক্তিদেরসহ উদ্ধারকারীদের ঘণ্টার পর ঘণ্টা হেঁটে সেখানে পৌঁছাতে হচ্ছে। আমার বাঙলা/এমআর
from Amarbangla Feed https://ift.tt/NBsfbay
0 Comments