পাকিস্তানে বাসে গুলিবর্ষণ, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বেলুচিস্তানের মুসাখাইল জেলায় সোমবার ভোরে সশস্ত্র ব্যক্তিরা ট্রাক ও বাস থেকে যাত্রীদের নামিয়ে তাদের পরিচয় যাচাই করার পর তাদের ওপর গুলিবর্ষণ করে এবং এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। মুসাখাইলের সহকারী কমিশনার নজীব কাকারের মতে, সশস্ত্র লোকেরা মুসাখাইলের রারাশাম জেলায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে এবং বাস থেকে যাত্রীদের নামিয়ে আনে। হামলায় নিহতরা পাঞ্জাবের বাসিন্দা বলে জানা গেছে। তিনি আরও জানান, হামলার সময় অস্ত্রধারীরা ১০টি গাড়িতে আগুন দিয়েছে। পরে পুলিশ ও লেভিস কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ হাসপাতালে স্থানান্তর করতে শুরু করে বলেও জানান তিনি। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সন্ত্রাসী হামলার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের কাপুরুষোচিত কর্মকাণ্ডে যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি তিনি আন্তরিক শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সন্ত্রাসীদের বর্বরতার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীরা মুসাখাইলের কাছে নিরীহ যাত্রীদের টার্গেট করে বর্বরতা দেখিয়েছে। সন্ত্রাসী এবং তাদের সহায়তাকারীরা দৃষ্টান্তমূলক পরিণতি এড়াতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। আমার বাংলা/এমআর

from Amarbangla Feed https://ift.tt/xzWQHnS

Post a Comment

0 Comments