বজ্রপাতে প্রাণ গেল ২ জেলের

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন, উত্তর কলাবাগান এলাকার আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)। জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উত্তর কলাবাগান এলাকায় মাছ ধরতে যায় ১১ সদস্যের একটি জেলে দল। রাত ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় নৌকায় এসে একটি বজ্রপাত পড়ে দুই জেলের মৃত্যু হয়। বাকিরা আহত হন। করিমগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমানও জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আমার বাংলা/এমআর

from Amarbangla Feed https://ift.tt/2W7odQR

Post a Comment

0 Comments