সোমালিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিশুর জনপ্রিয় এক সমুদ্র সৈকতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় ৩২ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। দেশটির পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান জানিয়েছেন, হামলায় ৩২ জনের বেশি বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৬৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে সমুদ্র সৈকতে হামলায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। পরে হতাহতদের সংখ্যার হালনাগাদ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন তিনি। সোমালিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সোনা জানায়, জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের পাঁচ হামলাকারীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া হামলার সময় বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন এক হামলাকারী। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী সোমালিয়ার স্থানীয় গোষ্ঠী আল-শাবাব তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। যদিও অতীতে অসংখ্যবার একই ধরনের হামলার দায় স্বীকার করেছিল গোষ্ঠীটি। দেশটির সাবেক প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, লিডো সৈকতে লোকজনের সাঁতার কাটার সময় বিস্ফোরণ ঘটেছে। তিনি বলেন, সন্ত্রাসী এই হামলা রাতে ঘটেছে; যখন সৈকতটি সবচেয়ে বেশি জনাকীর্ণ ছিল। এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাতের অন্ধকারে লিডো সমুদ্র সৈকতে অনেকের মরদেহ পড়ে আছে। এসময় অনেক লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। আমার বাংলা/এমআর

from Amarbangla Feed https://ift.tt/ltrz42x

Post a Comment

0 Comments