স্বাধীনতাবিরোধী প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত

নিজস্ব প্রতিবেদক : যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের ১৭ জন সদস্যসহ হত্যা করেছিল, সেই প্রেতাত্মারা আজ কিছুটা হলেও ষড়যন্ত্রে লিপ্ত। এ কথা অস্বীকার করতে পারব না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১২ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমার বিশ্বাস, সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে, সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক, সেইগুলি পরিহার করে তারা ঘরে ফিরে যাবে। আইনমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব হলো জনগণের জান-মাল রক্ষা করা; জনগণের সুবিধা ও অসুবিধা দেখা। সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে, সে ক্ষেত্রে সরকারের দায়িত্ব, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এ সময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। সান নিউজ/এমআর

from Amarbangla Feed https://ift.tt/wUGqBel

Post a Comment

0 Comments