কাজী সাইফ আহমেদের ঈদের নাটক ‘গ্রেট টাউট’

সাজু আহমেদ: এই প্রজন্মের অত্যন্ত মেধাবী নির্মাতা কাজী সাইফ আহমেদ। তরুণ এই নির্মাতার পরিচালনায় সম্প্রতি নির্মাণ করা হয়েছে ঈদের বিশেষ নাটক ‘গ্রেট টাউট’। এন ডি আকাশ রচিত নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রিয়ন্তী প্রযোজিত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মেতর সুপরিচিত অভিনেতা আশরাফ সুপ্ত, ইমু শিকদার, সিয়াম নাসির, জুলফিকার চঞ্চলসহ আরও অনেকে। নাটকটি ঈদের ৭ম দিন রবিবার রাত ১১-৩০ টায় এটিএন বাংলাতে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যায় হাশেম গ্রামের একটা টাউট প্রকৃতির ছেলে। গ্রামের মানুষ সবাই জানে সে শহরে বড় চাকরি করে। হাশেমের বাবা হালিম মিয়াও জানে ছেলে শহরে বড় চাকরি করে। গ্রামের শিক্ষিতা, সুন্দরী মেয়ে কবিতা বড় চাকরি করে বলে হাসেমের সাথে সম্পর্ক করে। গ্রামের আরেকটি ছেলে সাজ্জাদও কবিতাকে পছন্দ করে। কিন্তু কবিতা সাজ্জাদকে পাত্তা দেয় না। একটা সময় দেখা যায় হাশেম শহরে বড় চাকরি করে না, সে আসলে রিক্সা চালায়। চাকরির নাম বলে সে সবার সাথে প্রতারণা করে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকে হাশেমের চরিত্রে আশরাফ সুপ্ত, কবিতা চরিত্রে ইমু শিকদার, সাজ্জাদ চরিত্রে সিয়াম নাসির এবং হালিম মিয়া চরিত্রে অভিনয় করেছেন জুলফিকার চঞ্চল।

from Amarbangla Feed https://ift.tt/xpkD9Gn

Post a Comment

0 Comments