ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হাসিনা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। আবহাওয়া ভালো হলে তিনি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৭ মে) রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের আওয়ামী লীগের নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। তারা সাধারণ মানু‌ষের পা‌শে দাঁড়ি‌য়ে কাজ কর‌ছে। দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে সহযোগিতার নামে বিএন‌পি ফটোসেশন করছে ব‌লেও মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন। এবি/এইচএন

from Amarbangla Feed https://ift.tt/vlpnxgG

Post a Comment

0 Comments