অবন্তী সিঁথির  কন্ঠে আশিক বন্ধুর গান 

বিনোদন প্রতিবেদক: সারেগামাপা খ্যাত কন্ঠশিল্পী অবন্তী সিঁথি অতি সম্প্রতি ‘সুখের মুহূর্ত’ শিরোনামের নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। ‘তুমি আমার বিশেষ কিছু, যেখানে নেই শর্ত, জীবনজুড়ে সবকিছুতে, তুমি সুখের মুহূর্ত’ শিরোনামের কথামালার গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সুমন কল্যাণ। রেকর্ডিং শেষে কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি বলেন- সুখের মুহূর্ত’ গানটা একদম এই সময়ের আধুনিক সিনেমার গানের মতো বেশ সুন্দর মেলোডি কথা সুরের গান। গেয়ে দারুণ শান্তি পেলাম। আশিক বন্ধুর লেখা এই গানটা আশা করছি দর্শকরা বেশ শুনবে, গানটা অনেক জনপ্রিয়তা পাবে। আগামী সপ্তাহে চট্টগ্রামের সমুদ্র ও পাহাড়ী লোকেশনে গানটির মিউজিক্যাল ফিল্মের শূটিং হবে। কোরবানি ঈদ উপলক্ষে গানটি প্রকাশ হবে- বন্ধু মিউজিক স্টেশনের চ্যানেলে।

from Amarbangla Feed https://ift.tt/DsPA4ij

Post a Comment

0 Comments