নিজস্ব প্রতিবেদক: সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহর ২১ নাবিক দুবাই থেকে বিমানে দেশে ফেরার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তবে, জাহাজের ২৩ নাবিকের মধ্যে দুজন বিমানে দেশে ফিরবেন। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানিয়েছেন জাহাজের মালিক কর্তৃপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করীম। তিনি বলেন, জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর পণ্য খালাসে দুবাই যাচ্ছে জাহাজটি। আগামী ২০ এপ্রিলের মধ্যে এমভি আব্দুল্লাহর দুবাই বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে, গতি কম থাকায় জাহাজটি ২২ এপ্রিল বন্দরে পৌঁছাবে। মেহেরুল করীম বলেন, দুবাই বন্দরে পণ্য খালাসের আনুষ্ঠানিকতা শেষে এমভি আবদুল্লাহ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। জাহাজটির চট্টগ্রাম পৌঁছাতে প্রায় এক মাস সময় লাগতে পারে। ‘জাহাজের ২৩ নাবিকের মধ্যে ২১ জনই এমভি আব্দুল্লাহতেই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। বাকি দুজন বিমানে বাংলাদেশে আসবেন।’ - যোগ করেন তিনি। মেহেরুল করীম আরও বলেন, নাবিকদের সঙ্গে দেশে ফেরার বিষয়ে আলোচনা করলে তারা এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমরা সেভাবেই ব্যবস্থা নিচ্ছি। এবি/এইচএন
from Amarbangla Feed https://ift.tt/3UjimsH
0 Comments